ফাহাদ এর নীল নয়না গানে মিউজিক ভিডিও মুক্তি
নিউজবাংলা২৪ডটনেট:: সম্প্রতি তরুণ মডেল ও অভিনেতা ফাহাদ কাজ করেছেন “নীল নয়না” শিরোনামে একটি গানে মিউজিক ভিডিওতে। তার সঙ্গে জুটি বেধেছে তরুন মডেল মেহেদী। দেশ মিডিয়ার ব্যানারে এই সংগীতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কন্ঠশিল্পী কাজল বিল্লাহ। পরিচালক হিসাবে কাজ করেছেন, শিশির ইমরান ও শহীদুজ্জামান রাসেল। এই প্রসঙ্গে কথা বলতে চাইলে এই তরুণ মডেল ও অভিনেতা বলে, অভিনয়কে আমি মনে প্রাণে ধারণ করে চলেছি। নিজেকে অনেক দূরে নিয়ে যেতে চাই। ফাহাদ আরও জানান, তিনি রুচি শীল ও ব্যাতিক্রমধর্মী কাজ করতে চান। ইতোমধ্যে ফাহাদ বেশ কিছু টিভিসি ও নাটকের কাজের জন্য চুক্তি বদ্ধ হয়েছেন।