নিউজবাংলা২৪ডটনেট:: রাজধানীর রমনা এলাকায় যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে অন্তত ১৭ জন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় মৎস ভবনের কাছে বিহঙ্গ পরিবহণের একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে তিন নারীসহ অন্তত ১৭ জন দগ্ধ হন। আশ পাশের লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।