nebondhon_bdনিউজবাংলা২৪ডটনেট:: কোনো নির্দিষ্ট পেশার জন্য নয়, যেকোনো কর্মের জন্যই সরকারি কিংবা বেসরকারি যে কোনো ব্যবস্থাপনায় বিদেশ যেতে আগ্রহীদের জন্য নিবন্ধন বাধ্যতামূলক করেছে সরকার। আর এ লক্ষ্যে আজ থেকে  ঢাকা এবং বরিশাল বিভাগে নিবন্ধনের মাধ্যমে শুরু হলো এ প্রক্রিয়া। সারাদেশে চলবে ১০ অক্টোবর পর্যন্ত।উল্লেখ্য গত ১৯ সেপ্টেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন রাজধানীর বোরাক টাওয়ারে বিদেশগামী কর্মীদের জন্য নিবন্ধন বাধ্যতামূলক করার ঘোষনা দেন। বিএমইটি সূত্র জানায়, বিভাগওয়ারী এই নিবন্ধন ঢাকা ও বরিশাল বিভাগে ২২ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত, রাজশাহী, রংপুর, ও সিলেট বিভাগে ২৮ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত এবং খুলনা ও চট্টগ্রাম বিভাগে ৮ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত নাম নিবন্ধন করা যাবে।

দেশের প্রতিটি ইউনিয়ন, নগর, পৌরসভা তথ্য ও সেবা কেন্দ্রে এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে নাম নিবন্ধন করা হবে। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই নিবন্ধন কার্যক্রম চলবে। যে কোনো দেশের জন্য এ নিবন্ধন প্রযোজ্য হবে। প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছর। গৃহকর্মীর ক্ষেত্রে ২৫ থেকে ৪৫ বছর পর্যন্ত। প্রার্থী তার পছন্দের তালিকায় সর্বাধিক ৭টি দেশে অভিবাসনের জন্য আবেদন করতে পারবেন। সর্বমোট ২ শতাধি ট্রেড/পেশা থেকে এক বা একাধিক ট্রেড পছন্দ করতে পারবেন। তবে যাদের ট্রেড বা পেশায় দক্ষতা নেই তারা সাধারণ কর্মী হিসেবে নিবন্ধন করতে পারবেন।

সূত্র আরও জানায়, প্রতি বিভাগের জন্য নির্ধারিত সাতদিন সময়ের মধ্যে ২৫০ টাকার বিনিময়ে নির্দিষ্ট বয়সের যে কেউ নিবন্ধন করতে পারবেন। এর মধ্যে সরকারি নিবন্ধন ফি ধরা হয়েছে ১৫০ টাকা এবং ফরম পূরণে সহায়তা করার জন্য ১০০ টাকা। এই সময়ের মধ্যে নিবন্ধিত তালিকা থেকেই আগামি দুই বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় কর্মীদের বিদেশ পাঠানো হবে। এর মাঝে নতুন করে কোন নিবন্ধন হবে না। তবে যারা নতুন করে ১৮ বছর বয়সে প্রবেশ করবেন, তারা বিদেশ যেতে চাইলে যে কোনো তথ্য সেবাকেন্দ্র থেকে নাম নিবন্ধন করাতে পারবেন। আর  ইতিমধ্যে যারা মালয়েশিয়া, হংকং, সিঙ্গাপুর ও জর্ডানে যাওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন, তারাও বর্তমানে অন্যান্য দেশের জন্য পছন্দ অনুযায়ী দক্ষ/আধা দক্ষ/অদক্ষ ট্রেডভিত্তিক নিবন্ধন করতে পারবেন।

প্রসঙ্গত, এর আগে সরকার মালয়েশিয়ায় সরকারিভাবে প্লান্টেশন ও কৃষি খাতে শ্রমিক পাঠাতে প্রথমবারের মতো নিবন্ধনের ব্যবস্থা করেছিল। তাতে সাড়া দিয়ে প্রায় সাড়ে ১৪ লাখ বিদেশ গমনেচ্ছু মানুষ নাম নিবন্ধন করান। কিন্তু প্রথমবারের নিবন্ধনকারীরা মালয়েশিয়া ছাড়া অন্য দেশে যেতে চাইলে তাদেরকে আবারও নিবন্ধন করতে বলা হয়েছে। সেক্ষেত্রে আগের করা নিবন্ধন কোনো কাজে আসছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *