আগামী বছরেই মেট্রোরেল উদ্বোধন, আশ্বস্ত করলো জাইকা Reviewed by Momizat on . নিউজবাংলা২৪ডটনেট:: চলমান মেট্রোরেল প্রকল্পটি ২০২১ সালের ডিসেম্বরে উদ্বোধন করা হবে বলে সরকারকে আশ্বস্ত করেছে জাপান ইন্টারন‌্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) । সে নিউজবাংলা২৪ডটনেট:: চলমান মেট্রোরেল প্রকল্পটি ২০২১ সালের ডিসেম্বরে উদ্বোধন করা হবে বলে সরকারকে আশ্বস্ত করেছে জাপান ইন্টারন‌্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) । সে Rating: 0
You Are Here: Home » জাতীয় » আগামী বছরেই মেট্রোরেল উদ্বোধন, আশ্বস্ত করলো জাইকা

আগামী বছরেই মেট্রোরেল উদ্বোধন, আশ্বস্ত করলো জাইকা

নিউজবাংলা২৪ডটনেট:: চলমান মেট্রোরেল প্রকল্পটি ২০২১ সালের ডিসেম্বরে উদ্বোধন করা হবে বলে সরকারকে আশ্বস্ত করেছে জাপান ইন্টারন‌্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) ।

সোমবার বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ে বৈঠকে বাংলাদেশে নিযুক্ত জাইকা প্রধান হিতোশি হিরাতা পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে এ ব‌্যাপারে আশ্বস্ত করেন।

এছাড়া জাইকার ঋণে বাস্তবায়নাধীন অন্যান্য প্রকল্পগুলো ২০২৮ সালে সম্পন্ন হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী।

বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের এই কথা বলেন।

এম এ মান্নান বলেন, ‘বর্তমানে জাইকার ঋণে বাস্তবায়নাধীন প্রকল্পের অবস্থা ভালো। ২০২১ সালেই মেট্রোরেল প্রকল্প উদ্বোধন করা হবে। করোনা ভাইরাস এখনও বাংলাদেশের প্রকল্পগুলোতে আঘাত হানেনি। মাতারবাড়ি পোর্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট’ বাস্তবায়নে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১৭ হাজার ৭৭৭ কোটি ১৬ লাখ টাকা। ’

তিনি বলেন, ‘জাইকার অর্থায়নে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ মাতারবাড়ী পোর্ট ডেভলপমেন্ট প্রজেক্টটি বাস্তবায়ন করবে। এতে জাইকার ঋণ ১২ হাজার ৮৯২ কোটি ৭৬ লাখ টাকা। দুই হাজার ৬৭১ কোটি ১৫ লাখ টাকা বাংলাদেশ সরকারের। এছাড়া চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ দেবে দুই হাজার ২১৩ কোটি ৯৪ লাখ টাকা। প্রকল্পটি অনুমোদন করেছে সরকার। প্রকল্পটি অনুমোদনের ফলে জাইকা প্রতিনিধি আমাকে ধন্যবাদ জানাতে এসেছিল। মাতারবাড়িতে চতুর্থ বৃহত্তম বন্দর নির্মাণ করা হবে। বন্দরটি শতবছরের জন্য হবে। এই বন্দর দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘করোনা আমাদের চলমান প্রকল্পে নেতিবাচক প্রভাব ফেলছে, এটা অস্বীকার করলে চলবে না। কর্ণফুলি টানেল ও পদ্মাসেতু প্রকল্পেও সমস্যা করছে। তবে বিশ্বের অন্যান্য দেশ, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও চীনের তুলনায় আমাদের ক্ষতি কম হচ্ছে।

About The Author

Number of Entries : 3366

Leave a Comment

Scroll to top