অবশেষে বাশার আল-আসাদ শাসনের অবসান Reviewed by Momizat on . সিরিয়ার সেনা কমান্ডার রোববার (৮ ডিসেম্বর) জানায়, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ শাসনের অবসান ঘটেছে। এরপরেই সিরিয়ান প্রধানমন্ত্রী জানান, তিনি বিদ্রোহীদের কাছে ক্ষম সিরিয়ার সেনা কমান্ডার রোববার (৮ ডিসেম্বর) জানায়, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ শাসনের অবসান ঘটেছে। এরপরেই সিরিয়ান প্রধানমন্ত্রী জানান, তিনি বিদ্রোহীদের কাছে ক্ষম Rating: 0
You Are Here: Home » আন্তর্জাতিক » অবশেষে বাশার আল-আসাদ শাসনের অবসান

অবশেষে বাশার আল-আসাদ শাসনের অবসান

সিরিয়ার সেনা কমান্ডার রোববার (৮ ডিসেম্বর) জানায়, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ শাসনের অবসান ঘটেছে। এরপরেই সিরিয়ান প্রধানমন্ত্রী জানান, তিনি বিদ্রোহীদের কাছে ক্ষমতা হস্তান্তরে রাজি। খবর ইরান ইন্টারন্যাশনালের। 

সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মেদ ঘাজি জালালি বলেন, তিনি সিরিয়া ছেড়ে যাবেন না এবং বিদ্রোহীদের কাছে ক্ষমতা হস্তান্তরে রাজি। তিনি বলেন, জনগণ যাকেই বেছে নেবে আমরা তাকে সহযোগিতা করতে প্রস্তুত। 

এর আগে সিরিয়ার দুইজন সেনা কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, আসাদ প্লেনে করে দামেস্ক ছেড়েছেন। তবে তিনি ঠিক কোথায় গেছেন- সেই সম্পর্কে এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু জানা যায়নি। 

ফ্লাইটরাডার ওয়েবসাইটের বরাত দিয়ে জানানো হয়েছে, দামেস্ক বিমানবন্দর থেকে সিরিয়ার একটি বিমান উড্ডয়ন করেছে। এরপর বিমানটি সিরিয়ার উপকূলীয় অঞ্চলের দিকে যায়। তবে আচমকা বিমানটি ইউ-টার্ন নিয়ে কয়েক মিনিটের জন্য উল্টো দিকে উড়ে যায় এবং ম্যাপ থেকে অদৃশ্য হয়ে যায়।  

বিমানটিতে কারা ছিলেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি বলে জানিয়েছে রয়টার্স।  

সিরিয়ার বিরোধীরা বলছেন, আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন। তারা আসাদ সরকারের পতনের ঘোষণা দিয়েছেন। এক বিবৃতিতে সশস্ত্র বিরোধীরা বলেছেন, স্বেচ্ছাচারী শাসক আসাদ দেশ ছেড়ে পালিয়ে। আমরা দামেস্ককে বাশার আল-আসাদ থেকে মুক্ত ঘোষণা করছি।

বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, দামেস্কে প্রবেশ করছে বিদ্রোহীরা। বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে বিদ্রোহীরা জানিয়েছে, আমাদের সেনারা রাজধানী দামেস্কে প্রবেশ করতে শুরু করেছে। 

প্রত্যক্ষদর্শীরা বলছেন, দামেস্কের প্রধান স্কয়ারে হাজার হাজার লোক গাড়িতে করে এবং পায়ে হেঁটে এসেছেন। তারা হাত নাড়ছেন এবং স্বাধীনতা বলে স্লোগান দিচ্ছেন।  

বিদ্রোহীরা বলছেন, আমরা সিরিয়ার জনগণের সঙ্গে আমাদের বন্দীদের মুক্ত ও তাদের শিকল ভাঙ্গার এবং সেদনায়া কারাগারে অবিচারের যুগের সমাপ্তি ঘোষণা করার সংবাদ উদযাপন করছি। 

রাশিয়া এবং ইরান বাশার আল-আসাদ সরকারকে সামরিক সহায়তা দিয়ে আসছিল। বাশার আল-আসাদ ২০০০ সাল থেকে সিরিয়ার ক্ষমতায় রয়েছেন। এর আগে তার বাবা হাফেজ আল-আসাদ ২৯ বছর দেশটি শাসন করেছিলেন।  

About The Author

Number of Entries : 3424

Leave a Comment

Scroll to top