বাগেরহাটের পল্লীতে গৃহবধুকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন
নিউজবাংলা২৪ডটনেট:: বাগেরহাটের মোড়েলগঞ্জের পল্লীতে জমিজমা সংক্রান্ত মামলার বিরোধের জের ধরে মনজিলা বেগম নামে এক গৃহবধুকে রাস্তা থেকে তুলে নিয়ে হাত পা বেঁধে নির্মম নির্যাতন শেষে গুমের উদ্যেশ্যে ঘরের মধ্যে আটকিয়ে রেখেছে একদল দুর্বৃত্ত।
পরে স্হানীয়রা পুলিশকে সংবাদ দিলে উপজেলার গাজীরঘাট এলাকায় দুর্বৃত্তদের বসতবাড়ীর একটি ঘরের তালা ভেঙ্গে তাকে উদ্ধার করে বাগেরহাট জেলা সদর হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালে নির্যাতনের শিকার মনজিলা বেগম,তার দুই মেয়ে ও প্রত্যক্ষদর্শীরা জানান পার্শ্ববর্তী প্রতিবেশী হাসান মাতুব্বর গং এর সঙ্গে তাদের বিরোধপূর্ণ একটি জমি নিয়ে আদালতে মামলা চলছিলো।২০ অক্টোবর রবিবার সকালে মামলার তারিখ থাকায় বাগেরহাট কোর্টে আসার সময়ে প্রতিপক্ষ হাসান মাতুব্বর এর নেতৃত্বে প্রধান চার সহযোগী জাকারিয়া,মান্নান,ফয়সাল, হাসান মাতুব্বর এর স্ত্রী এবং অজ্ঞাতনামা বেশ কয়েকজন নারী ও পুরুষ তাকে রাস্তা থেকে জোরপূর্বক ধরে নিয়ে হাত পা দড়ি দিয়ে বেঁধে নির্মমভাবে মারপিট ও নির্যাতন করে একটি ঘরে তালাবদ্ধ করে রেখে সটকে পড়ে। নির্যাতনে মনজিলা বেগম এর ডান পা,ডান হাত ও বুকের পাজরের তিনটি হাড্ডি ভেঙ্গে যায়।
পরে স্হানীয়রা পুলিশকে সংবাদ দিলে তারা গুরুতর আহত অবস্হায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে নিয়ে আসে।
এ বিষয়ে মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সামসুদ্দিন জানান আমরা ঘটনাটি জেনেছি,এখনও এবিষয়ে থানায় কেউ অভিযোগ নিয়ে আসেনি ,অভিযোগ পেলে আমরা যথাযথ আইনগত ব্যবস্হা গ্রহন করবো।এদিকে পলাতক থাকায় অভিযুক্ত হাসান মাতুব্বর এর মোবাইলের 01874340275 নম্বরে একাধিকবার যোগাযোগ করলেও বন্ধ পাওয়া গেছে।।