২৭ জুন ছুটির সুপারিশ Reviewed by Momizat on . নিউজবাংলা২৪ডটনেট:: আসন্ন ঈদুল আজহার ছুটি এক দিন বাড়ানোর সুপারিশ করেছে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।  মঙ্গলবার (১৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেল নিউজবাংলা২৪ডটনেট:: আসন্ন ঈদুল আজহার ছুটি এক দিন বাড়ানোর সুপারিশ করেছে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।  মঙ্গলবার (১৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেল Rating: 0
You Are Here: Home » জাতীয় » ২৭ জুন ছুটির সুপারিশ

২৭ জুন ছুটির সুপারিশ

নিউজবাংলা২৪ডটনেট:: আসন্ন ঈদুল আজহার ছুটি এক দিন বাড়ানোর সুপারিশ করেছে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।  মঙ্গলবার (১৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক  এ কথা জানান। 

তিনি বলেন, ঈদের সময় মানুষ যাতে সহজে গ্রামে যেতে পারে সেজন্য আমরা ২৭ জুন থেকে ছুটির সুপারিশ করেছি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে মন্ত্রিসভা।

আ ক ম মোজাম্মেল হক বলেন, প্রতি বছর একটা সমস্যা হয়, অনেক জায়গায় কোরবানির পশুর হাট রাস্তার ওপর থাকে। এবার এটা কঠিনভাবে নিরুৎসাহিত করা হয়েছে। প্রশাসনকে বলা হয়েছে স্থানীয় প্রশাসন যেন অত্যন্ত সচেতন থাকে। কোনও অবস্থায় গরুর হাট, কোরবানির হাট রাস্তার ওপর বসার অনুমতি তো দেবেই না, বসতে যাতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সচেতন থাকবে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ঢাকা শহরে গরুর হাট করার মতো খালি জায়গা নেই। তাই এখানকার জায়গাটা একটু ভিন্ন। তবে সেটাও আমরা ঢাকার কমিশনার, পুলিশ কমিশনারকে অনুরোধ করেছি, কোথায় কোথায় সিটি করপোরেশন (হাটের অনুমতি) দিয়েছে, সেখানে যানবাহন চলাচলের ব্যবস্থা রেখেই যেন সেগুলো হয়। সিটি করপোরেশনের সঙ্গে, কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে সে বিষয়ে পদক্ষেপ নেবে। এমন ব্যবস্থা করতে হবে যাতে হাটও বসলো, আবার মানুষের চলাচলের সমস্যা হবে না।

About The Author

Number of Entries : 3403

Leave a Comment

Scroll to top