পেঁয়াজের ব্যাপক দরপতন Reviewed by Momizat on . ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে পেঁয়াজের ব্যাপক দরপতন ঘটেছে। একদিন আগেও যে পেঁয়াজে পাইকারিতে কেজি ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে পেঁয়াজের ব্যাপক দরপতন ঘটেছে। একদিন আগেও যে পেঁয়াজে পাইকারিতে কেজি Rating: 0
You Are Here: Home » জাতীয় » পেঁয়াজের ব্যাপক দরপতন

পেঁয়াজের ব্যাপক দরপতন

ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে পেঁয়াজের ব্যাপক দরপতন ঘটেছে। একদিন আগেও যে পেঁয়াজে পাইকারিতে কেজি প্রতি ৮০/৮৫ টাকায় বিক্রি হয়েছে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে কমেছে ২৫ থেকে ৩০ টাকা পর্যন্ত। 

মঙ্গলবার (৬ জুন) চট্টগ্রামের খাতুনগঞ্জের বিভিন্ন পাইকারি আড়তে খোঁজ নিয়ে জানা গেছে ভারত থেকে আসা পেঁয়াজ সকাল থেকেই ট্রাকে ট্রাকে খাতুনগঞ্জের আড়তে প্রবেশ করতে শুরু করেছে। এছাড়া দেশীয় পেঁয়াজের বড় মজুদ রয়েছে আড়তে। এই অবস্থায় পেঁয়াজের দামে বড় ধরনের ধস নেমেছে। বিকেল হতে হতে এই দাম আরও কমে যেতে পারে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। তবে পাইকারি বাজারে ব্যাপক দরপতন হলেও খুচরা বাজারে দাম সেভাবে কমেনি।

নাম প্রকাশে অনিচ্ছক খাতুনগঞ্জের এক পেঁয়াজ ব্যবসায়ী জানান, দাম আরও কমে যাওয়ার শঙ্কায় খুচরো বিক্রেতারা পাইকারি বাজার থেকে পেঁয়াজ কেনা বন্ধ রেখেছেন। ফলে একদিকে আমদানি বাড়ছে পক্ষান্তরে বিক্রি কমে গেছে। এতে পেঁয়াজের বিক্রি এবং দাম দুটোতেই ধস নেমেছে। 

চট্টগ্রামের কর্ণফুলী মার্কেটের পেঁয়াজের খুচরা দোকানি আলী হোসেন জানান, আমদানিকৃত এবং কম দামে বিক্রিত পেঁয়াজ এখনো খুচরা বাজারে আসেনি। খুচরা বাজারে এখন যে পেঁয়াজ বিক্রি হচ্ছে তা ৮০/৮৫ টাকায় পাইকারি কেনা। অনেক খুচরা দোকানদার সেই কেনাদামেই আগের কেনা পেঁয়াজ বিক্রি করে দিচ্ছেন। দাম আরও কমে যাওয়ার শঙ্কায় পাইকারি বাজার থেকে এখনও পেঁয়াজ কিনতে শুরু করেনি খুচরা বিক্রেতারা। আজ (মঙ্গলবার) সন্ধ্যা থেকে খুচরা বাজারেও পেঁয়াজের দাম ৫৫/৬০ টাকার মধ্যেই নেমে যেতে পারে বলে খুচরা বিক্রেতারা জানিয়েছেন। 

About The Author

Number of Entries : 3419

Leave a Comment

Scroll to top