
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনের জন্য কেন্দ্রে কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। খুলনা মহিলা ক্রীড়া কমপ্লেক্স থেকে স্ব স্ব কেন্দ্রের প্রিজাইডং অফিসাররা নির্বাচন কমিশনের কর্মকর্তাদের কাছ থেকে এভিএমসহ নির্বাচনী সরঞ্জাম বুঝে নেন।
কেসিসির রিটার্নিং কর্মকর্তা বলেন, নির্বাচনের সকল প্রস্তুতি শেষ হয়েছে। সকল কেন্দ্রে ইভিএমসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় সাড়ে ৮ হাজার সদস্য নিয়োজিত রয়েছেন। সব মিলিয়ে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রিটার্নিং কার্যালয় সূত্র জানায়, কেসিসি নির্বাচনে ৫ জন মেয়র প্রার্থী, ৩১টি সাধারণ ওয়ার্ডে ১৩৪জন কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডে ৩৯জন নারী কাউন্সিলর প্রার্থীসহ মোট ১৭৮ জন প্রতিদ্বন্দ্বী করছেন। কাউন্সিলর পদে সাধারণ ওয়ার্ডের দুজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
কেসিসির নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন ও নারী ভোটারের সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন। ভোটাররা ২৮৯ ভোটকেন্দ্রের ১ হাজার ৭৩২ কক্ষে ইভিএমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এদিকে ভোটকেন্দ্রগুলোতে ২ হাজার ৩১০টি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হয়েছে। প্রতি বুথের সামনে একটি ও কেন্দ্রের বাইরের অংশে দুটি করে সিসি ক্যামেরা রয়েছে।
নির্বাচন উপলক্ষ্যে ৩১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট (ওয়ার্ড ভিত্তিক ১ জন) ও ১০ জন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (প্রতি তিন ওয়ার্ড মিলে এক জন) দায়িত্ব পালন করছেন। এ ছাড়া খুলনা মহানগরীতে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি মাঠে রয়েছে ৪ হাজার ৮০০ পুলিশ সদস্য, ৩ হাজার ৭০০ আনসার সদস্য, র্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর প্রায় সাড়ে ৮ হাজার সদস্য।