খুলনা মেট্রোপলিটন শুটিং ক্লাবের অষ্টম বার্ষিক সাধারণ সভা গতকাল গুলজান সিটিতে ক্লাবের নিজস্ব ভেনু প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি ও কেএমপি কমিশনার মাসুদুর রহমান ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় ক্লাবের কার্যক্রম ও বার্ষিক রিপোর্ট পেশ করেন ক্লাব সেক্রেটারি ইফতেখার আলী বাবু। সভাপতি তাঁর বক্তব্যে ক্লাবের বিশেষ অবদান রাখার জন্য দৈনিক পূর্বাঞ্চলের প্রতিষ্ঠাতা সম্পাদক আলহাজ্ব লিয়াকত আলীকে স্মরণ করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। করোনাকালীন সময়ে স্তিমিত হয়ে যাওয়া এ সংগঠনকে আরো গতিশীল করার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। সাধারণ সভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি অতিঃ পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম অনুষ্ঠান বাস্তবায়ন কমিটি ও উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় ক্লাব নির্বাহী কমিটির মধ্যে উপস্থিত ছিলেন রুনু রেজা, সাজিদ হোসেন, তাসলিমা খাতুন, ক্যাপ্টেন রফিকুল ইসলাম, কামরুল আহসান, এজাজ সুমন, সাজ্জাদ আলী, মাহমুদ সোহেল, আকতার উদ্দিন পান্নু প্রমুখ। সাধারণ সভায় আলোচনায় অংশ গ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, মীর বরকত আলী, রুহুল আমিন হাওলাদার, সাজ্জাদ হোসেন, সাইফুল পিয়াস, নেওয়াজ মুরাদ, আফজাল হোসেন ও আজীবন সদস্য জনাব শেখ ‍শাহিদুল হক সোহেল,আহমেদ কবীর,সরদার মনিরুল ইসলাম প্রমুখ। সাধারণ সভা শেষে ক্লাব সদস্য ও তাঁদের পরিবাবর্গের জন্য শুটিং প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যফেল ড্র অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *