ভাষা শহীদদের প্রতি আইএসপিএবি খুলনা বিভাগীয় কমিটির শ্রদ্ধা
মহান ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আইএসপিএবি এর খুলনা বিভাগীয় কমিটি । সংগঠনটির খুলনা বিভাগীয় আহবায়ক মোঃ জুবায়ের ইসলামের নেতৃত্বে খুলনার শহীদ হাদিস পার্ক শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, আইএসপিএবি অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগের বিভাগীয় কমিটির অন্যান্য কার্যনির্বাহী সদস্যগণ সহ আইএসপিএবি’র অন্যান্য সদস্য ও কর্মকর্তা এবং কর্মচারী বৃন্দ। এ সময় অমর ২১শের কালজয়ী গান “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি” গানে গানে শহীদ মিনার প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠে ।
এছাড়াও, সংগঠনটির সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়ার নেতৃত্বে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দেশের অন্যন্য বিভাগীয় শহরে আইসপিএবি’র সকল বিভাগীয় সাব- কমিটি প্রতিনিধিদের পক্ষ থেকেও নিজ নিজ বিভাগীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।