খুলনায় শিক্ষক দিবস পালিত

নিউজবাংলা২৪ডটনেট:: শিক্ষক দিবস বৃহস্পতিবার (২৭ অক্টোবর)। এ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এবারই প্রথমবারের মতো বাংলাদেশে ‘শিক্ষক দিবস’ পালন করার ঘোষণা করেছে সরকার। দিবসটি পালন করার জন্য মন্ত্রণালয় থেকে নির্দেশনাও দেয়া হয়েছে। যদিও ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়।
এদিকে ‘শিক্ষক দিবস-২০২২’ উদযাপন অনুষ্ঠানে খুলনা মহানগরের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ শিক্ষকদের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।
জানানো হয়, দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য র্যালি ও আলোচনা সভায় অংশ নিতে প্রতিটি সরকারি ও বেসরকারি কলেজ, সরকারি মাধ্যমিক ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রতিষ্ঠান প্রধান অংশগ্রহণ করেন।