দীর্ঘ দিন বন্ধ থাকার পর আবারও উন্মুক্ত করে দেওয়া হয়েছে সুন্দরবন Reviewed by Momizat on . নিউজবাংলা২৪ডটনেট:: দীর্ঘ দিন বন্ধ থাকার পর আজ ১ সেপ্টেম্বর থেকে আবারও উন্মুক্ত করে দেওয়া হয়েছে সুন্দরবন। মাছের প্রজনন মৌসুমের কারণে গত ১ জুন থেকে ৩১ আগস্ট পর্ নিউজবাংলা২৪ডটনেট:: দীর্ঘ দিন বন্ধ থাকার পর আজ ১ সেপ্টেম্বর থেকে আবারও উন্মুক্ত করে দেওয়া হয়েছে সুন্দরবন। মাছের প্রজনন মৌসুমের কারণে গত ১ জুন থেকে ৩১ আগস্ট পর্ Rating: 0
You Are Here: Home » জাতীয় » দীর্ঘ দিন বন্ধ থাকার পর আবারও উন্মুক্ত করে দেওয়া হয়েছে সুন্দরবন

দীর্ঘ দিন বন্ধ থাকার পর আবারও উন্মুক্ত করে দেওয়া হয়েছে সুন্দরবন

নিউজবাংলা২৪ডটনেট:: দীর্ঘ দিন বন্ধ থাকার পর আজ ১ সেপ্টেম্বর থেকে আবারও উন্মুক্ত করে দেওয়া হয়েছে সুন্দরবন। মাছের প্রজনন মৌসুমের কারণে গত ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত বনে পর্যটক ও জেলেদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল বনবিভাগ। মূলত মাছের প্রজনন নির্বিঘ্ন করতেই সেসময় বনবিভাগ এ নিষেধাজ্ঞা জারি করে। 

জান গেছে, মাছের প্রজনন মৌসুমে সুন্দরবনের নদী-খালে মাছ শিকার করলে ও পর্যটকবাহী নৌযান চলাচল করলে মাছের প্রজনন বিঘ্নিত হয়ে থাকে। তাই টানা ৩ মাসের নিষেধাজ্ঞা শেষে আজ বৃহস্পতিবার ভোর থেকেই জেলেরা সুন্দরবনের নদী-খালে মাছ ধরতে নেমেছেন। সেইসঙ্গে সকাল থেকে ট্যুর অপারেটররাও লঞ্চ, জালিবোট ও ট্রলারসহ বিভিন্ন নৌযানে পর্যটক পরিবহণ ও ভ্রমণে সুন্দরবনে প্রবেশ করতে শুরু করেছেন। তবে পদ্মা সেতু চালু হওয়ায় এ মৌসুমে সুন্দরবনে পর্যটকদের আগমন আগের তুলনায় অনেক বাড়বে বলে জানিয়েছে বনবিভাগ।

সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘পদ্মা সেতু চালু হওয়াতে বিগত সময়ের তুলনায় এবার সুন্দরবনে পর্যটকদের ভিড় বাড়বে। তাই পর্যটকদের ভ্রমণ সুবিধার্থে ও চাহিদা পূরণে আরও দুইটি নতুন পর্যটন কেন্দ্র গড়ে তোলা হয়েছে।’

এই কর্মকর্তা আরও বলেন, ‘জেলেরাও পাসপারমিট নিয়ে সুন্দরবনের নদী-খালে মাছ ধরতে যাওয়া শুরু করেছেন। নিষেধাজ্ঞার পরের এই সময়টাতে তারা তুলনামূলকভাবে অধিক পরিমাণ মাছ আহরণ করতে পারবেন। মোংলা থেকে সুন্দরবনের করমজল, হাড়বাড়ীয়া, হিরণপয়েন্ট, নীলকমল, কটকা, কচিখালী ও দুবলা চরে ভ্রমণ করে থাকেন দেশ-বিদেশের দর্শনার্থীরা। দিনকে দিন দর্শনার্থীদের চাপ বাড়তে থাকায় নতুন করে আকর্ষণীয়ভাবে বনের আন্ধারমানিক ও আলীবান্ধায় দুইটি পর্যটন কেন্দ্র গড়ে তুলেছে বনবিভাগ।’ 

About The Author

Number of Entries : 3338

Leave a Comment

Scroll to top