খুলনা কম্পিউটার ফেয়ার ২০২২,তথ্য প্রযুক্তি দেশের শক্তি
খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতির আয়োজনে খুলনা কম্পিউটার ফেয়ার ২০২২ তথ্য প্রযুক্তি দেশের শক্তি স্লোগান নিয়ে এবারের মেলা। করনা পরবর্তী অর্থনীতি মন্দা কাটিয়ে ডিজিটাল বাংলাদেশের চালিকা শক্তি আই টি প্রডাক্ট নিয়ে সেবা দানকারী ব্যবসায়ীদের নতুন করে আবার কাস্টমারদের কাছে আপডেট কম্পিউটার,ল্যাপটপ,ও প্রযুক্তি পন্যের বিক্রয় ও প্রদর্শনী গ্রহকদের দোরগোড়ায় পৌছে দেয়ার জন্য এই মেলার আয়োজন। এবারের মেলায় নতুন তথ্য প্রযুক্তি পন্য সরবরাহ ও মেলার সার্বিক সহযোগিতায় থাকবে- HP, NETIS, KASPERSKY, ASUS,LENOVO, MSI, ACER,TP LINK, HIKVISION, EXCEL, F&D, D-LINK, TENDA, SKY VIEW, UCC, মেলা আয়োজন কমিটির সদস্যরা বলেন সকল পণ্যে থাকবে বিশাল মূল্য ছাড়।