অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশে Realme- ল্যাপটপ নিয়ে এলো স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড

নিউজবাংলা২৪ডটনেট::অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশে #Realme-র ল্যাপটপ নিয়ে এলো #স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। নতুন ল্যাপটপটির নাম Realme Book (Slim)। আকর্ষণীয় সব ফিচার্স রয়েছে এই ল্যাপটপটিতে। তার মধ্যে উল্লেখযোগ্য হল 2K ডিসপ্লে এবং Intel এর 11th জেনারেশন কোর আই ৩ প্রসেসর। ১৪ ইঞ্চি ডিসপ্লের এই ল্যাপটপটিতে আরও থাকছে ইন্টেল ইউএইচডি গ্রাফিক্স, ৮জিবি ডুয়েল চ্যানেল এলপিডিডিআর-ফোর-এক্স রেম, ২৫৬ জিবি এনভিএমই এসএসডি, উইন্ডোজ ১০ হোম, মাইক্রোসফট অফিস ২০১৯ হোম এন্ড স্টুডেন্ট প্রি ইন্সটল, ব্যাকলিট কিবোর্ড কিবোর্ড এবং ফিঙ্গার প্রিন্ট অপশন। সিলভার_গ্রে কালারের এই ল্যাপটপে থাকছে আপটু ১১ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লে ব্যাক এর সুবিধা এবং ২ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি। #মূল্যঃ ৬০,০০০/- টাকা।
এছাড়াও Realme_Book ল্যাপটপে রয়েছে ইন্টেল এর ১১ প্রজন্মের কোর আই ৫ প্রসেসর যুক্ত ভিন্ন আরেকটি মডেল। বাজারে এই ল্যাপটপটি পাওয়া যাচ্ছে ৩ টি ভিন্ন কালারে রিয়েল ব্লু, রিয়েল গ্রিন এবং রিয়েল গ্রে। ৮জিবি ডুয়েল চ্যানেল এলপিডিডিআর-ফোর-এক্স রেম, ৫১২ জিবি এনভিএমই এসএসডি, উইন্ডোজ ১০ হোম, মাইক্রোসফট অফিস ২০১৯ হোম এন্ড স্টুডেন্ট প্রি ইন্সটল, ব্যাকলিট কিবোর্ড এবং ফিঙ্গার প্রিন্ট সুবিধা। এই ল্যাপটপটিতেও থাকছে আপটু ১১ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লে ব্যাক এর সুবিধা এবং ২ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি। মূল্যঃ ৭৪,০০০/- টাকা।