নতুন আইনে ৭ দিন মামলা হবে না : সেতুমন্ত্রী Reviewed by Momizat on . নিউজবাংলা২৪ডটনেট:: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়িত হলে দুর্ঘটনা কমে যাবে। সড়কে শৃঙ্খলা ফিরে আসবে। তিনি বলেন, ‘পয়লা নিউজবাংলা২৪ডটনেট:: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়িত হলে দুর্ঘটনা কমে যাবে। সড়কে শৃঙ্খলা ফিরে আসবে। তিনি বলেন, ‘পয়লা Rating: 0
You Are Here: Home » জাতীয় » নতুন আইনে ৭ দিন মামলা হবে না : সেতুমন্ত্রী

নতুন আইনে ৭ দিন মামলা হবে না : সেতুমন্ত্রী

নিউজবাংলা২৪ডটনেট:: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়িত হলে দুর্ঘটনা কমে যাবে। সড়কে শৃঙ্খলা ফিরে আসবে।

তিনি বলেন, ‘পয়লা নভেম্বর থেকে আইন কার্যকর করা হয়েছে। আইন কার্যকর করার জন্য সারা দেশে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। আগামী সাত দিন এই সচেতনতামূলক প্রচারণা চালানো হবে। এ সময় কোনো পরিবহনের বিরুদ্ধে মামলা হবে না।’

শনিবার সকালে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শনে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন‌্য গঠিত মেডিক‌্যাল বোর্ডের বক্তব্যের সঙ্গে দলের নেতাদের বক্তব্যর মিল নেই। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি রাজনীতি করছে।’

তিনি বলেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থার এমন কোনো অবনতি হয়নি যে তাকে বিদেশ পাঠাতে হবে। মেডিক‌্যাল বোর্ডে খালেদা জিয়ার পছন্দের ডাক্তার রয়েছে। তিনি সুচিকিৎসা পাচ্ছেন এবং ভালো আছেন।’

জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন যদি সুন্দর না হতো মির্জা ফখরুলসহ বিএনপি নেতারা কেন নির্বাচনে অংশগ্রহণ করেছে। বর্তমান সংসদকে অবৈধ বলা হয়। তাহলে সংসদে যোগ দেয়া বিএনপির সাত সংসদ সদস্য অবৈধ।’

সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে নেতা-কর্মীদের চাঙ্গা রাখতে গলাবাজি করছে। বিএনপি বারবার আন্দোলনের ডাক দেওয়ার পরও জনগণ সাড়া না দেওয়ায় তারা এখন নালিশ করছে।’

মন্ত্রী আরো বলেন, ‘সারা দেশে তৃণমূল পর্যায়ে শুদ্ধি অভিযান চলছে। এরইমধ্যে জেলা পর্যায়ে ও তৃণমূল পর্যায়ে ভূমিদস্যু মাদক ব্যবসায়ী সন্ত্রাসী-চাঁদাবাজদের তালিকা তৈরি করা হয়েছে। পর্যায়ক্রমে তাদেরকে আইনের আওতায় আনা হবে।’

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন বিআরটিএর চেয়ারম্যান ড. আহসানুল করিম, অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

About The Author

Number of Entries : 3366

Leave a Comment

Scroll to top