১৫ মামলায় ব্যারিস্টার মইনুলের জামিন মঞ্জুর Reviewed by Momizat on . নিউজবাংলা২৪ডটনেট:: মানহানির অভিযোগে দায়ের করা ১৫টি মামলায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন আদালত নিউজবাংলা২৪ডটনেট:: মানহানির অভিযোগে দায়ের করা ১৫টি মামলায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন আদালত Rating: 0
You Are Here: Home » জাতীয় » ১৫ মামলায় ব্যারিস্টার মইনুলের জামিন মঞ্জুর

১৫ মামলায় ব্যারিস্টার মইনুলের জামিন মঞ্জুর

নিউজবাংলা২৪ডটনেট:: মানহানির অভিযোগে দায়ের করা ১৫টি মামলায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ রবিবার হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আর এ আদেশের ফলে তার মুক্তির বাধা কাটল বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

আদালতে এদিন মইনুলের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মো. মাসুদ রানা।

আদেশের পর মাহবুব হোসেন গণমাধ্যমকে বলেন, মানহানির অভিযোগে বিভিন্ন আদালতে করা ১৫ মামলায় ব্যারিস্টার মইনুল হোসেনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এখনও একই অভিযোগে তার বিরুদ্ধে দায়ের হওয়া আরও তিনটি মামলা বিচারিক প্রক্রিয়ায় না থাকায় এসব মামলায় তার জামিনের প্রয়োজন নেই। এর ফলে তার মুক্তিতে আর কোনো বাধা রইল না।

প্রসঙ্গত, গত ১৬ অক্টোবর রাতে একটি বেসরকারি টেলিভিশনে এক নারী সাংবাদিককে করা মন্তব্য নিয়ে তার বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির মামলা করেন ওই সাংবাদিক। এরপর রংপুর ও জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে মানহানি ও ডিজিটাল আইনে আরও কয়েকটি মামলা হয়। তারপরে রংপুরে করা মানহানির এক মামলায় গত ২২ অক্টোবর রাত পৌনে ১০টার দিকে রাজধানীর উত্তরায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের বাসা থেকে মইনুল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

About The Author

Number of Entries : 3358

Leave a Comment

Scroll to top