খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতি নির্বাচনে সরদার মনিরুল ইসলাম (মিঠু) সভাপতি পদে নির্বাচিত
নিউজবাংলা২৪ডটনেট:: আজ শনিবার খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতির ২০১৮-২০২১ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে বেলা ৪টার দিকে ভোট অনুষ্ঠিত হয়। এ সময় ভোটাররা তাদের মনোনীত প্রার্থীদের নির্বাচিত করতে ভোট প্রদান করেন। কোন বিশৃঙ্খলা ছাড়াই ভোট অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সভাপতি পদে সরদার মনিরুল ইসলাম (মিঠু) নির্বাচিত হয়। সহ-সভাপতি পদে আহমেদ কবীর, সাধারণ সম্পাদক পদে মুন্সী আরিফুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে জি এম রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ পদে এইচ এম মোস্তাফিজুর রহমান রিহিন, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ সিহাবুল ইসলাম, প্রচার সম্পাদক পদে সৈয়দ বায়জীদ হোসেন লাভলু, দপ্তর সম্পাদক এস কে মোস্তাফা কামাল ও সদস্য পদে মোঃ জিয়াউর রহমান জিয়া নির্বাচিত হন।