খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতির নির্বাচনে টান টান উত্তেজনা, মিঠু-লাবু পরিষদ এগিয়ে
নিউজবাংলা২৪ডটনেট:: খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতির ২০১৮-২০২১ মেয়াদের নির্বাচন। ২৬ এপ্রিল নির্বাচনী প্রচারনার শেষ দিন। আগামী ২৮ এপ্রিল বেলা ১২ টা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত জলিল টাওয়ারের ৮ম তলায় ভোট অনুষ্ঠিত হবে। খুলনা কম্পিউটার ব্যবসায়ীর এবারের নির্বাচনে ৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে একাধিক সূত্রের মাধ্যমে জানাগেছে, এবারের নির্বাচনে মিঠু-লাবু পরিষদ নির্বাচিত হতে পারে। তবে কার ভাগ্যে কি আছে সেটা সাধারন ভোটাররা নির্ধারন করবেন তাদের ব্যালটের মাধ্যমে। তবে কোন কোন ব্যবসায়ী জানিয়েছেন, মিঠু-লাবু নির্বাচিত হলে বিগত সময়ের মত ব্যবসায়ীরা খুলনা সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করতে সক্ষম হবেন এবং আমদানীকারকদের সাথে সমন্বয়ের মাধ্যমে সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করা সম্ভব হবে।
নিম্নে মিঠু-লাবু পরিষদের সদস্যবৃন্দ-
সভাপতি পদে সরদার মনিরুল ইসলাম (মিঠু), স্বত্বাধিকারী- ইন্টার ওয়েভ কম্পিউটার, সহ-সভাপতি পদে আহমেদ কবির, স্বত্বাধিকারী- হ্যাব সলুসন, সাধারণ সম্পাদক- মো: সামসুজ্জামান লাবু স্বত্বাধিকারী-সান কম্পিউটারস এন্ড ইলেকটিক্স, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো: আজিজ হোসেন (সুমন), স্বত্বাধিকারী- কম্পিউটার ভিশন, সাংগঠনিক সম্পাদক পদে মো: মাহবুবুর রহমান (পিন্টু), স্বত্বাধিকারী- কম্পিউটার প্যালেস, কোষাধ্যক্ষ পদে এইচএম মোস্তাফিজুর রহমান (রিহিন), স্বত্বাধিকারী- কম্পিউটার ক্রেস্ট, প্রচার সম্পাদক পদে শেখ আছাফউদদৌলা (সাগর), স্বত্বাধিকারী- এন এস কম্পিউটার, দপ্তর সম্পাদক পদে মো: আরিফ হোসেন, স্বত্বাধিকারী-টেকনিক কম্পিউটার, সদস্য সৈয়দ জাফর সাদিক, স্বত্বাধিকারী- বি সি জি