পবিত্র হজ-২০১৭’র প্রস্তুতি শুরু; হজ অফিস, ঢাকায় কর্মকর্তা ও কর্মচারীদের নিবিড় প্রশিক্ষণ Reviewed by Momizat on . অদ্য ২০/১২/২০১৬ খ্রি: তারিখ মঙ্গলবার সকাল ১১ টায় হজ অফিস, ঢাকায় হজ-২০১৭’র প্রস্তুতির অংশ হিসেবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, হজ অফিস ও হজ কল সেন্টারের ৫০ জন কর্মকর্তা অদ্য ২০/১২/২০১৬ খ্রি: তারিখ মঙ্গলবার সকাল ১১ টায় হজ অফিস, ঢাকায় হজ-২০১৭’র প্রস্তুতির অংশ হিসেবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, হজ অফিস ও হজ কল সেন্টারের ৫০ জন কর্মকর্তা Rating: 0
You Are Here: Home » জাতীয় » পবিত্র হজ-২০১৭’র প্রস্তুতি শুরু; হজ অফিস, ঢাকায় কর্মকর্তা ও কর্মচারীদের নিবিড় প্রশিক্ষণ

পবিত্র হজ-২০১৭’র প্রস্তুতি শুরু; হজ অফিস, ঢাকায় কর্মকর্তা ও কর্মচারীদের নিবিড় প্রশিক্ষণ

hajjঅদ্য ২০/১২/২০১৬ খ্রি: তারিখ মঙ্গলবার সকাল ১১ টায় হজ অফিস, ঢাকায় হজ-২০১৭’র প্রস্তুতির অংশ হিসেবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, হজ অফিস ও হজ কল সেন্টারের ৫০ জন কর্মকর্তা ও কর্মচারীকে ই-হজ সিস্টেমের সঙ্গে সমন্বয় এবং হজে গমেনেচ্ছুদের প্রাক্-নিবন্ধনের পদ্ধতি ও কৌশল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয় । অনুষ্ঠানের প্রধান অতিথি, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, প্রিন্সিপাল মতিউর রহমান প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন । প্রশিক্ষণের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব, জনাব মো: আব্দুল জলিল । এছাড়াও বক্তব্য উপস্থাপন করেন বিজনেস অটোমেশন লি: এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকতারা, জনাব জাহিদুল হাসান ও পরিচালক, হজ অফিস, ঢাকা, ড. মো: আবুল কালাম আজাদ । মাননীয় মন্ত্রী মহোদয় সকলকে গুরুত্বসহকারে প্রশিক্ষণ গ্রহণের জন্য পরামর্শ দেন এবং আগামী ১৫ জানুয়ারি, ২০১৭ খ্রি: তারিখ হতে পবিত্র হজে গমনেচ্ছুদের প্রাক্-নিবন্ধন শুরুর ঘোষণা দেন । প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন, জনাব জাকির আহমেদ, যুগ্মসচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ।

About The Author

Number of Entries : 93

Leave a Comment

Scroll to top