খুলনায় জলিল টাওয়ারের আইটি মার্কেটে ফ্রি ওয়াই-ফাই জোন এর উদ্বোধন
নিউজবাংলা২৪ডটনেট:: খুলনা মহানগরীর প্রাণ কেন্দ্র পিকচার প্যালেস মোড়ে অবস্থিত জলিল টাওয়ারের খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতির উদ্যোগে বাংলাদেশে এই প্রথম আইটি মার্কেটে ফ্রি ওয়াই-ফাই জোন আজ রবিবার সন্ধ্যায় মার্কেটের তৃতীয় তলায় উদ্বোধন করেন খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কাজি আমিনুল হক। এ সময় তিনি বলেন, খুলনার অনেক শিক্ষার্থীসহ সকল শ্রেণী পেশার মানুষ যারা ইন্টারনেটের সকল সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। তারা জলিল টাওয়ারের কম্পিউটার মার্কেট থেকে ফ্রি ইন্টারনেটের মাধ্যমে তাদের প্রয়োজন মেটাতে সক্ষম হবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৈয়দ মনিরুল ইসলাম, চেয়ারম্যান জলিল গ্রুপ ও প্রধান উপদেষ্টা খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতি। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ শাহিদুল হক সোহেল। এ সময় তিনি বলেন, বিশ্বব্যাপী ওয়াই-ফাই প্রযুক্তির জনপ্রিয়তা বেড়ে চলেছে দিন দিন। সেই সাথে চলছে এ প্রযুক্তিকে আরও উন্নত করার জন্য নিরন্তর গবেষণা। তারই ধারাবাহিকতায় ওয়াই-ফাই অ্যালিয়েন্স সম্প্রতি অনুমোদন করেছে নতুন প্রজন্মের ওয়াই-ফাই সেবা ‘ওয়াই-ফাই ডিরেক্ট’। নতুন এই প্রযুক্তি ব্যবহারে আগের চেয়ে অনেক সহজে এখন বহনযোগ্য ডিভাইসগুলোর মধ্যে সংযোগ স্থাপনসহ ক্যামেরা থেকে ছবি প্রিন্টিং ও ডাটা শেয়ারিং এরকাজগুলো করা যাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক কাজী মাসুদুল ইসলাম, চৌধুরী ওলিয়ার রহমান, খুলনা আইটি মার্কেটের সূচনাকারী শেখ এবাদুলহক শিমুল প্রোপ্রাইটর কম্পিউটার গ্রাফিকস, খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা মোঃ নুরুল ইসলাম, সরদার মনিরুল ইসলাম মিঠু, আহমেদ কবির সাধারণ সম্পাদক খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতি, সৈয়দ মুকুল সভাপতি বিসিএস, খুলনা, সাধারণ সম্পাদক ওয়াহিদ আকবর টুটুল, সাগর, রিহিন, সুমন, পিন্টু, সাঈদ, সেলিম, মোঃ আলমগীর হোসেন, আরিফ, শাহীন, জিয়া প্রমুখ। এই প্রযুক্তিকে বাস্তবায়ন করার লক্ষ্যে সার্বিক ভাবে সহযোগীতা করছেন গ্লোবাল ব্রান্ড প্রাঃ লিঃ, স্মার্ট টেকনোলজী বিডি লিঃ প্রমুখ। এছাড়া টেকনিক্যাল সাপোর্ট দিয়েছে আই স্মার্ট।