জানুয়ারী থেকে বিমানের ম্যানুতে পরিবর্তন আসছে চালু হচ্ছে ঢাকা-বার্মিংহ্যাম-নিউইয়র্ক ফ্লাইট Reviewed by Momizat on . আগামী জানুয়ারী থেকে বিমানের ম্যানুতে পরিবর্তন আসছে সেই সাথে জুলাই থেকে চালু হচ্ছে  ঢাকা-বার্মিংহ্যাম-নিউইয়র্ক রুটে ফ্লাইট, বিমান কর্তৃপক্ষ এ তথ্য জানান। গত ২০ ড আগামী জানুয়ারী থেকে বিমানের ম্যানুতে পরিবর্তন আসছে সেই সাথে জুলাই থেকে চালু হচ্ছে  ঢাকা-বার্মিংহ্যাম-নিউইয়র্ক রুটে ফ্লাইট, বিমান কর্তৃপক্ষ এ তথ্য জানান। গত ২০ ড Rating: 0
You Are Here: Home » অর্থনীতি » জানুয়ারী থেকে বিমানের ম্যানুতে পরিবর্তন আসছে চালু হচ্ছে ঢাকা-বার্মিংহ্যাম-নিউইয়র্ক ফ্লাইট

জানুয়ারী থেকে বিমানের ম্যানুতে পরিবর্তন আসছে চালু হচ্ছে ঢাকা-বার্মিংহ্যাম-নিউইয়র্ক ফ্লাইট

biman-bangladesh-airlines-b777-200er
আগামী জানুয়ারী থেকে বিমানের ম্যানুতে পরিবর্তন আসছে সেই সাথে জুলাই থেকে চালু হচ্ছে  ঢাকা-বার্মিংহ্যাম-নিউইয়র্ক রুটে ফ্লাইট, বিমান কর্তৃপক্ষ এ তথ্য জানান। গত ২০ ডিসেম্বর শুক্রবার  সন্ধ্যায়  ইষ্ট লন্ডনের ইমপ্রেশন ভ্যানুতে আয়োজিত মেগা ইভেন্টে বিমানের ইউকে এন্ড আয়ারল্যান্ডের কান্টি ম্যানেজার আতিক রহমান চিশতি  বলেন বিমান বাংলাদেশ এয়ার লাইন্সকে নতুন আঙ্গিকে সাজাতে কর্তৃপক্ষ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। আর সব চেয়ে আনন্দের বিষয় হলো আন্তর্জাতিক সেলেবরিটি শেফ টমি মিয়ার রেসিপি যোগ হচ্ছে বিমানের ম্যানুতে। তুলে ধরা হয় বিমান লয়্যালটি ক্লাব শিরোনাম-এ নতুন আয়োজনে সূচিত ‘ফ্রিকোয়েন্ট ফ্লাইয়ার বা এফএফপি’ তথ্য। এতে আরো বক্তব্য রাখেন বিমানের এমডি এন্ড সি-ই-ও কেভিন জে ষ্টিভ, লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মিজারুল কায়েস। বিমানের নতুন ম্যানু প্রেজেন্টটেশন করেন টমি মিয়া। নতুন ম্যানুতে থাকছে হারাবারা কেবাব, ইছার বরা, বুনা চিকেন, চিলি কেবাব, বিফ চপ, সিলেটী ফেমাস কারি সাতকরা গুস্ত, কক্সবাজার ফিস কারি, চিকেন হায়দরাবাদি,সাগ আলু, ট্রাকা ডাল, বাসমতি পোলাও/ নান, গাজার হালুয়া ও রসমালাই । বিমান কর্তৃপক্ষের আমন্ত্রনে বৃটেনে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির পাঁচশতাধিক অতিথি উপস্থিত হয়েছিলন এই ইভেন্টে। অনুষ্টানের শুরুতে পবিত্র কোনআন থেকে তেলাওত করেন আবুল মহশিন চৌধুরী, সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত প্রখাত শিল্পি সাবিনা ইয়াসমিন ও বৃটেনের বাঙ্গালী শিল্পিরা, যাদু পরিবেশন করেন আমিন মিয়া।

About The Author

Number of Entries : 14

Leave a Comment

Scroll to top