নিউজবাংলা২৪ডটনেট:: বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকে রবিবার ভোর থেকে টানা ৪ দিনের (৮৪ ঘণ্টা) হরতাল শুরু হয়েছে। সারাদেশে বিচ্ছিন্ন পিকেটিং ও সহিংসতার মধ্য দিয়ে পালিত হচ্ছে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ডাকা এই হরতাল।এরই মধ্যে হরতালের প্রথম দিন রোববার চট্টগ্রামের হাটহাজারীতে পিকেটারদের ধাওয়ায় অটোরিকশা উল্টে একজন নিহত হয়েছেন। নিহত নির্মল দাস (৪৫) হাটহাজারীর মাদরাসা এলাকার কান হরিদাসের ছেলে।
গত শুক্রবার নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আজ ছয়টা থেকে টানা ৭২ ঘণ্টার হরতালের ডাক দিয়েছিল ১৮-দলীয় জোট। নির্দলীয় সরকারের দাবিতে বিএনপির ডাকা এটাই সবচেয়ে দীর্ঘ সময়ের হরতাল। এর আগে সর্বশেষ গত ২৭ থেকে ২৯ অক্টোবর এবং ৪ থেকে ৬ নভেম্বর বিরোধী দল টানা ৬০ ঘণ্টা করে দুই দফা হরতাল পালন করে। এছাড়া কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তার ও বাসায় পুলিশি অভিযানের প্রতিবাদে গতকাল শনিবার আরও ১২ ঘণ্টা হরতাল বাড়ানোর ঘোষণা দেয় বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। নতুন ঘোষণা অনুযায়ী, রোববার ভোর ছয়টা থেকে শুরু হয়ে আগামী বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত টানা চার দিন হরতাল চলবে।