sofiq_ahmedনিউজবাংলা২৪ডটনেট:: মন্ত্রীদের পদত্যাগপত্র সংবিধানসম্মত অনুযায়ী প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া হয়নি বলেছেন, আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ ।  পদত্যাগপত্র জমা দেওয়ার একদিন পর মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।পদত্যাগের উদ্দেশ্যে পদত্যাগপত্র জমা দেওয়া হয়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, এর মাধ্যমে জাতির সঙ্গে কোনো প্রতারণা করা হয়নি। এছাড়া এতে কোনো রাজনৈতিক জটিলতা তৈরি হবে না। তিনি বলেন, এ পদত্যাগের মাধ্যমে মন্ত্রীরা শপথের আওতা বহির্ভূত হননি। কাজেই তাদের দায়িত্ব পালনে কোন বাধা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *