exam-sscনিউজবাংলা২৪ডটনেট:: জুনিয়র স্কুল সার্টিফিকেট(জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হবে বৃহস্পতিবার থেকে। সকাল ১০টায় জেএসসির ইংরেজি প্রথমপত্র এবং জেডিসিতে আরবি দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত ৪ নভেম্বর থেকে জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতালের কারণে তা শুরু করা হয়নি।নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে ৪ থেকে ৬ নভেম্বর টানা ৬০ ঘণ্টার হরতালের কারণে দুই দিনের পরীক্ষা পেছানো হয়। ৪ ও ৬ নভেম্বরের এসব পরীক্ষা ৮ ও ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। ৪ নভেম্বর জেএসসিতে বাংলা প্রথম পত্র এবং ৬ নভেম্বর বুধবার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল। আর জেডিসিতে ছিল কুরআন মাজীদ ও তাজবিদ এবং ৬ নভেম্বর আররি প্রথম পত্রের পরীক্ষা। ৪ নভেম্বরের পরীক্ষা আগামী ৮ নভেম্বর শুক্রবার দুপুর সোয়া ২টা থেকে এবং ৬ নভেম্বরের পরীক্ষা ৯ নভেম্বর শনিবার সকাল ১০ থেকে অনুষ্ঠিত হবে।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, এবার এই পরীক্ষায় সারাদেশে ১৯ লাখ দুই হাজার ৭৪৬ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে ১৫ লাখ ৮৭ হাজার ৩১৩ জন এবং জেডিসিতে ৩ লাখ ১৫ হাজার ৪৩৩ জন। মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী জানান, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বৃহস্পতিবার সকাল ১০টায় আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে যাবেন। আগামী ২০ নভেম্বর পর্যন্ত জেএসসি ও জেডিসি পরীক্ষা চলবে। গত রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, পরীক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে পরীক্ষা পেছানো হয়েছে। বাকী পরীক্ষাগুলো নির্বিঘ্নে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বিরোধীদলসহ সকলের আন্তরিকতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *