নিউজবাংলা২৪ডটনেট:: বিরোধী দলের চলমান অবরোধ এক দিন বাড়ায় আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠেয় প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা পেছানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী ২৮ নভেম্বর বৃহস্পতিবারের পরীক্ষা হবে আগামী ৩০ নভেম্বর শনিবার বেলা ১১টায়। বুধবার সন্ধ্যায় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান।একই সঙ্গে তিনি বলেন, ‘আমি বিরোধী দলের এমন আচরণে ক্ষুব্ধ, মর্মাহত। বারবার অনুরোধের পরও পরীক্ষার দিনগুলোতে তারা এই হিংসাত্মক কর্মসূচি দিয়ে যাচ্ছে। মনে হচ্ছে তারা শিশুদের প্রতি প্রতিশোধপরায়ণ হয়ে উঠছে।’
এর আগে অবরোধের কারণে বুধবারের পরীক্ষা পিছিয়ে শুক্রবার নির্ধারণ করা হয়।