নিউজবাংলা২৪ডটনেট:: সংবাদ সম্মেলন ডেকেছে আওয়ামী লীগ। বুধবার বেলা ১১টায় আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে। এতে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বক্তব্য দেবেন। আওয়ামী লীগের উপদফতর সম্পাদক মৃণাল কান্তি দাস মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।১৮ অক্টোবর নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর তিন দিনের মাথায় সোমবার ২১ অক্টোবর বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ১৯৯৬ ও ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে থাকা ২০ উপদেষ্টার মধ্য থেকে আওয়ামী লীগ পাঁচজন ও বিএনপি পাঁচজনের নাম প্রস্তাব করে নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব দেন। এই প্রস্তাব দেয়ার পরদিন মঙ্গলবার বিএনপির মহাসচিব আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে চিঠি পাঠিয়েছেন। এ সময় আশরাফ-ফখরুলের মধ্যে ফোনালাপও হয়েছে।