sk_hasina_smail_face2নিউজবাংলা২৪ডটনেট:: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের বিভিন্ন জেলা, উপজেলা, থানা, মহানগর ও ১ম শ্রেণীর পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে দীর্ঘদিন ধরে মতবিনিময় করে আসছেন। এই কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার বিকাল ৩টায় গণভবনেব্রাহ্মণবাড়িয়া, ঝালকাঠি, মেহেরপুর, মাদারীপুর, নড়াইল, জয়পুরহাট ও সোমবার বিকাল ৩টায় ঠাকুরগাঁও, কক্সবাজার, বাগেরহাট, গাইবান্ধা, ফেনী, সিরাজগঞ্জ, মুন্সিগঞ্জ জেলা ও জেলাধীন থানা, উপজেলা, ১ম শ্রেণীর পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন।

আগামী দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দলের বর্তমান অবস্থা, সংকট  সমাধান, নির্বাচনী প্রচারণা ও  প্রার্থী মনোনয়ন সম্পর্কে শেখ হাসিনা তৃণমূল নেতা-কর্মীদের মতামত গ্রহণ করবেন বলে দলের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *