নিউজবাংলা২৪ডটনেট:: আন্দোলন কর্মসূচি ও করণীয় ঠিক করতে দলের নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার রাতে গুলশানের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এদিকে, কাল রবিবার ১৮ দলের শীর্ষ নেতাদের সঙ্গেও বসবেন খালেদা জিয়া। বিএনপির দফতরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করেছেন।ওই দুটি সভায় ২৫ অক্টোবরের সমাবেশ এবং পরবর্তী কর্মসূচি নির্ধারণ নিয়ে আলোচনা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
২৫ অক্টোবর ঢাকায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। একই দিন আওয়ামী লীগও সমাবেশ করার ঘোষণা দিয়েছে। বিএনপি বলছে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ওই সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।