প্রায় ৫টি বছর ধরে বলিউডের দুই খান শাহরুখ ও সালমান একে অপরের শত্রু হিসেবেই যেন ছিলেন। একে অন্যের ছায়াও সহ্য করতে পারতেন না। তবে গেল রমজানে এক ইফতার পার্টিতে দু’জনের মিলন হয়। ইফতার পার্টি শেষে শাহরুখ তার টুইটারের মাধ্যমে এর কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। এবার সালমান খান তার উপস্থাপনার গেম শো ‘বিগ বস সেভেন’-এ নিমন্ত্রণ জানিয়েছেন শাহরুখ খানকে। ‘বিগ বস সেভেন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে সালমান খান বলেন, ‘আমি শাহরুখকে নিমন্ত্রণ জানাই, সে যেন তার নতুন চলচ্চিত্রের ক্যাম্পেইনের উদ্দেশ্যে ‘বিগ বস সেভেন’-এ অংশ নেয়। আমরা একে অন্যের বিরুদ্ধে থেকে কোনো লাভ নেই, নিজেদের ক্ষতি ছাড়া। মিলেমিশে থাকলে বলিউড শিল্পের এবং উভয়ের ভালোই হবে। শাহরুখ চাইলে যেকোনো সময় আমার অনুষ্ঠানে আসতে পারে। তাকে স্বাগতম জানানোর অপেক্ষায় রইলাম। এরইমধ্যে আমির খান আমার ‘বিগ বস সেভেন’-এ আসার কথা জানিয়েছেন, রণবীর কাপুরও আসবে তার নতুন চলচ্চিত্র নিয়ে। আমি চাই শাহরুখও আসুক তার নতুন চলচ্চিত্রের ক্যাম্পেইনের জন্য।’