নিউজবাংলা২৪ডটনেট:: মহিলাকে ধর্ষণ করে মন্ত্রিত্ব হারালেন বাবুলাল নগর। ভারতের রাজস্থান রাজ্যে মন্ত্রীর এই ধর্ষণকাণ্ড নিয়ে গত কয়েক দিন ধরেই রাজ্যজুড়ে তোলপাড় চলছিল। পত্রিকাগুলোও এ নিয়ে বেশ সরব ছিল। রাজস্থান রাজ্যের খাদ্য ও বেসামরিক পরিবহণ মন্ত্রী বাবুলাল নগর কেলেঙ্কারির দায় কঁধে নিয়ে বৃহস্পতিবার সকালে মূখ্যমন্ত্রীর কার্যালয় বরাবর পদত্যাগপত্র পাঠিয়ে দেন।অভিযোগ রয়েছে, ৫৩ বছর বয়সী এই গ্রবীণ রাজনীতিবিদ গত ১১ সেপ্টেম্বর ৩৩ বছর বয়সী এক মহিলাকে চাকুরী দেয়ার নাম করে নিজের বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে এই মহিলা সোদালা থানায় ধর্ষণের অভিযোগে মামলা করলে ঘটনা প্রকাশ্যে চলে আসে। এ নিয়ে রাজ্যের সংবাদ মাধ্যমে ব্যাপক লেখালেখি হলে বেকায়দায় পড়েন মন্ত্রী।
আজ বৃহস্পতিবার নিজ বাসায় সাংবাদিকদের ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ অস্বীকার করে মন্ত্রী বলেনে, নৈতিকতার দিক তাকিয়ে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। এই ঘটনাটি তদন্তের জন্য সিআইডি’র কাছে দায়িত্ব হস্তান্তর করেছে পুলিশ। বুধবার থেকে সিআইডি তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে।তারা ঐ মহিলার কাছ থেকে সমস্ত তথ্য এবং ঘটনার দিনে যে পোশাক পরা ছিল তা সংগ্রহ করেছে।