‘সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দুর্নীতি করলে ছাড় দেওয়া হবে না‘
নিউজবাংলা২৪ডটনেট:: আজ বৃহস্পতিবার সকালে জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেছেন, ‘আপনাদের জন্য সুযোগ-সুবিধা অনেক বাড়ানো হয়েছে। এখন কেউ দুর্নীতি করলে ছাড় দেওয়া হবে না। সবাইকে সততার সঙ্গে কাজ করতে হবে।’
আজ বৃহস্পতিবার সকালে জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি মন্ত্রণালয়ের কাজকর্মের খোঁজখবর নেন। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।
দুর্নীতি নির্মূলের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, ‘জঙ্গি ও সন্ত্রাস যেভাবে নির্মূল করা হয়েছে, দেশ থেকে দুর্নীতিও সেভাবে দূর করা হবে। মাদক, জঙ্গি বিরোধী অভিযানের মত দুর্নীতি বিরোধী অভিযানও চলবে।’
এর আগে সকাল ১০টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন নতুন সরকারের প্রধানমন্ত্রী। এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মন্ত্রণালয়ের সচিবসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।