বর্ধিত ফি ও সান্ধ্যকালীন কোর্স প্রত্যাহার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ এবং পুলিশের হামলায় আহত ৫০ Reviewed by Momizat on . নিউজবাংলা২৪ডটনেট:: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্ধিত ফি প্রত্যাহার এবং সান্ধ্যকালীন কোর্স বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে বিশ্ববিদ্যালয় শা নিউজবাংলা২৪ডটনেট:: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্ধিত ফি প্রত্যাহার এবং সান্ধ্যকালীন কোর্স বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে বিশ্ববিদ্যালয় শা Rating: 0
You Are Here: Home » জাতীয় » বর্ধিত ফি ও সান্ধ্যকালীন কোর্স প্রত্যাহার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ এবং পুলিশের হামলায় আহত ৫০

বর্ধিত ফি ও সান্ধ্যকালীন কোর্স প্রত্যাহার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ এবং পুলিশের হামলায় আহত ৫০

rabe_university_gateনিউজবাংলা২৪ডটনেট:: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্ধিত ফি প্রত্যাহার এবং সান্ধ্যকালীন কোর্স বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এবং পুলিশ। এ সময় পুলিশ ও ছাত্রলীগ শিক্ষার্থীদের ওপর টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে শিক্ষার্থী-সাংবাদিকসহ আহত হয়েছেন অর্ধশতাধিক। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখনো উত্তেজনা বিরাজ করছে।প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী লাগাতার আন্দোলনের দ্বিতীয় দিন রোববার সকাল ১১টার দিকে ক্লাস ও পরীক্ষা বর্জন করে হাজার হাজার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়। এ সময় তাদের একটি মিছিলের ওপর প্রথমে গুলি চালান রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান খান। পরে ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরাও হামলা চালায় আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর। এ সময় পুলিশও ফাঁকা গুলি ছুঁড়তে শুরু করে এবং অগণিত টিয়ার শেল নিক্ষেপ করে। এ ঘটনায় প্রথমে আন্দোলনরত শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়লেও পরে আন্দোলন অব্যাহত রাখেন তারা।
প্রসঙ্গত, গত ১৯ জানুয়ারি থেকে ‘বর্ধিত ফি প্রত্যাহার ও সান্ধ্যকালীন কোর্স বন্ধের দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে সহস্রাধিক শিক্ষার্থী আন্দোলন শুরু করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এরই ধারাবাহিকতায় সব ক্লাস ও পরীক্ষা বর্জন করে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট কর্মসূচিরও ডাক দিয়েছেন তারা। ধর্মঘট কর্মসূচি চলাকালীন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একাধিকবার দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, আন্দোলন প্রতিহত করার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রত্যক্ষ মদদেই ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।

About The Author

Number of Entries : 3366

Leave a Comment

Scroll to top