এল ক্লাসিকোতে ২-১ জয় পেয়েছে বার্সেলোনা Reviewed by Momizat on . নিউজবাংলা২৪ডটনেট:: শনিবারের ঐতিহাসিক এল ক্লাসিকোতে জয় পেয়েছে বার্সেলোনা। ব্রাজিলিয়ান তারকা নেইমার ও চিলির আলেক্সিস সানচেজের গোলে এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদকে ২- নিউজবাংলা২৪ডটনেট:: শনিবারের ঐতিহাসিক এল ক্লাসিকোতে জয় পেয়েছে বার্সেলোনা। ব্রাজিলিয়ান তারকা নেইমার ও চিলির আলেক্সিস সানচেজের গোলে এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদকে ২- Rating: 0
You Are Here: Home » খেলার খবর » এল ক্লাসিকোতে ২-১ জয় পেয়েছে বার্সেলোনা

এল ক্লাসিকোতে ২-১ জয় পেয়েছে বার্সেলোনা

Barcelonaনিউজবাংলা২৪ডটনেট:: শনিবারের ঐতিহাসিক এল ক্লাসিকোতে জয় পেয়েছে বার্সেলোনা। ব্রাজিলিয়ান তারকা নেইমার ও চিলির আলেক্সিস সানচেজের গোলে এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে ক্যাটালানরা। খেলার প্রথমার্ধের ১৯ মিনিটে প্রথম গোল নেইমার এবং দ্বিতীয়ার্ধের ৭৮ মিনিটে দ্বিতীয় গোলটি করেন সানচেজ। ২-০ গোলে পিছিয়ে থেকে ৯০ মিনিটে জোসে রডরিগিউজের গোলে পরাজয়ের ব্যবধান কমায় রিয়াল মাদ্রিদ।ম্যাচে রিয়াল মাদ্রিদও প্রথমার্ধের ৪৩ মিনিটে এগিয়ে যাবার সুযোগ পেয়েছিল। তবে গোলরক্ষক আলভেজ বার্সেলোনাকে গোল হজমের থেকে বাঁচায়। ডান পাশ থেকে রোনালদোর ক্রস অসাধারণ দক্ষতায় কাদিরিয়া পোস্টে এগিয়ে দিলেও আলভেজ শেষ রক্ষা করেন। দ্বিতীয়ার্ধে ফিরেই বার্সার ত্রাণকর্তা হয়ে উঠেন কিপার আলভেজ। ৫৭ মিনিটে রোনালদোর জোড়ালো শট ফিরিয়ে দিয়ে নিশ্চিত গোল থেকে দলকে বাঁচান। ৬১ মিনিটে গ্যারেথ বেলের পরিবর্তে মাঠে নামেন করিম বেনজামা। মাঠে নেমেই ১০ মিনিটের ব্যবধানে ৩০ গজ দূর থেকে নেয়া বেনজামার শট বারপোস্টে লেগে ফিরে আসে। এর ১ মিনিট পূর্বে বার্সার ডিফেন্ডার মাসচেরানো রোনালদোকে পেনাল্টি বক্সের ভিতরে ফাউল করলেও তা রেফারীরর চোখ এড়িয়ে যায়। এরপর ৭৮ মিনিটে ফেব্রিগাসের বদলি হিসেবে নামা সানচেজ বার্সার ব্যবধান দ্বিগুণ করেন। মধ্যমাঠ থেকে পাওয়া বল একক দক্ষতায় দিয়াগো লোপেজকে ফাঁকি দিয়ে জালে জড়ান চিলির এই তারকা। ৯০ মিনিটে রোনালদোর পাস থেকে পরাজয়ের ব্যবধান কমান জোসে রডরিগিউজ। ন্যু ক্যাম্প ও এল ক্লাসিকোয় এটি তাঁর প্রথম গোল।

উল্লখ্য, এটি লা লীগার ইতিহাসে ১৬৭তম এল ক্ল্যাসিকো। এর আগে লা-লীগায় ১৬৬ টি ম্যাচে মুখোমুখি হয়েছেন দু’দল। বার্সার ৬৪ জয়ের বিপরীতে রিয়াল জিতেছে ৭০ টি ম্যাচে। এই ম্যাচের মধ্য দিয়ে এল ক্ল্যাসিকোয় অভিষেক হয়েছে নেইমার ও গ্যারেথ বেলের। এছাড়া বার্সার কোচ জেরার্ডো মার্টিনো ও রিয়াল কোচ কার্লো আনচেলোত্তিরও প্রথম এল ক্লাসিকো।

About The Author

Number of Entries : 3358

Leave a Comment

Scroll to top