পাকিস্তানের ভূমিকম্পে ৪৫ জন নিহত Reviewed by Momizat on . নিউজবাংলা২৪ডটনেট:: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় আওরান এলাকায় মঙ্গলবার বিকালে ভূমিকম্পে ৪৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রয়টার্স জানিয়েছে নিউজবাংলা২৪ডটনেট:: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় আওরান এলাকায় মঙ্গলবার বিকালে ভূমিকম্পে ৪৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রয়টার্স জানিয়েছে Rating: 0
You Are Here: Home » আন্তর্জাতিক » পাকিস্তানের ভূমিকম্পে ৪৫ জন নিহত

পাকিস্তানের ভূমিকম্পে ৪৫ জন নিহত

retar_scalনিউজবাংলা২৪ডটনেট:: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় আওরান এলাকায় মঙ্গলবার বিকালে ভূমিকম্পে ৪৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস জানায়, ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। ইউএসজিএস বলছে, বাংলাদেশ সময় বিকাল ৫টা ২৯ মিনিটে (১১ টা ২৯ মিনিট ইউটিসি) অনুভূত এই ভূমিকম্পের কেন্দ্র ছিল আওরান থেকে ৬৯ কিলোমিটার উত্তর-উত্তরপূর্বে এবং পাকিস্তনের কাহরান শহর থেকে ১৭৪ কিলোমিটার দক্ষিণে।
বেলুচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সচিব খায়ের জান বেলুচ জানান, সবচে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আওরান অঞ্চল। এখানে মারা গেছে ৪৫ জন। এছাড়া তুরবাটে আরো তিন জন মারা যাওয়ার থবর পাওয়া গেছে।

About The Author

Number of Entries : 3358

Leave a Comment

Scroll to top