কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে গণমুক্তিফৌজের শীর্ষ নেতা ফজলু নিহত, পাঁচটি অস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার Reviewed by Momizat on . নিউজবাংলা২৪ডটনেট:: কুষ্টিয়ার খোকসা উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের উথলি ব্রিজের কাছে রোববার ভোরে কুষ্টিয়া ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিষিদ্ধ ঘোষিত গণমুক্ নিউজবাংলা২৪ডটনেট:: কুষ্টিয়ার খোকসা উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের উথলি ব্রিজের কাছে রোববার ভোরে কুষ্টিয়া ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিষিদ্ধ ঘোষিত গণমুক্ Rating: 0
You Are Here: Home » জাতীয় » কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে গণমুক্তিফৌজের শীর্ষ নেতা ফজলু নিহত, পাঁচটি অস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার

কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে গণমুক্তিফৌজের শীর্ষ নেতা ফজলু নিহত, পাঁচটি অস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার

kustiya_ams_bdনিউজবাংলা২৪ডটনেট:: কুষ্টিয়ার খোকসা উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের উথলি ব্রিজের কাছে রোববার ভোরে কুষ্টিয়া ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিষিদ্ধ ঘোষিত গণমুক্তিফৌজের শীর্ষ নেতা ও নিজের নামে গঠিত বাহিনীপ্রধান ফজলুর রহমান ওরফে ফজলু (৩৮) নিহত হয়েছে। এ সময় ডিবি পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচটি অস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করেছে। পুলিশ জানায়, চরমপন্থী নেতা ও বাহিনীপ্রধান ফজলু জয়ন্ত হাজরা ইউনিয়নের উথলী ব্রিজের কাছে ফাঁকা মাঠের মধ্যে বড় ধরনের অপরাধ সংঘটিত করার জন্য গোপন বৈঠক করছে। এমন খবর পেয়ে কুষ্টিয়া ডিবি পুলিশের একটি টিম ভোর সাড়ে তিনটার দিকে সেখানে অভিযানে যায়।পুলিশের উপস্থিতি টের পেয়ে ফজলু বাহিনীর ক্যাডাররা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে উভয় গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ বেধে যায়। আধা ঘণ্টা বন্দুকযুদ্ধের এক পর্যায়ে চরমপন্থী নেতা বাহিনীপ্রধান ফজলু (৩৮) গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় অন্যরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে পুলিশ একটি নাইন এমএম পিস্তল, একটি রিভলবার, একটি পাইপগান ও দুটি এলজি, একটি চাপাতি, একটি রামদা ও বিভিন্ন অস্ত্রের ২০ রাউন্ড গুলি উদ্ধার করে।নিহত ফজলু কুষ্টিয়া কুমারখালী উপজেলার যদুবয়রা গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে। কুষ্টিয়া পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ জানান, বন্দুকযুদ্ধে নিহত ফজলু নিষিদ্ধ ঘোষিত গণমুক্তিফৌজের শীর্ষ নেতা ও বাহিনীপ্রধান। তার বিরুদ্ধে খোকসা আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলামসহ চাঞ্চল্যকর ট্রিপল হত্যা মামলাসহ একাধিক মামলা ও জিডি রয়েছে। সে দীর্ঘদিন ধরে নিজের নামে বাহিনী গঠন করে খুন-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

About The Author

Number of Entries : 3358

Leave a Comment

Scroll to top